ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ভারতের বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছে ভারত সরকার। বিজিবি-বিএসএফ’র মধ্যে সীমান্ত সংক্রান্ত সমন্বয় বৈঠকে বিএসএফ অত্যন্ত কড়া ভাষায় তাদের সরকারের পক্ষ থেকে বিজিবি-কে একথা জানিয়ে দেয় যে, বাংলাদেশের অভ্যন্তরে কোনো রকমের বিদ্রোহী গ্রুপের তৎপরতা তারা সহ্য করবে না।
সিলেট-মেঘালয়ের সীমান্ত এলাকা তামাবিলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তের ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়ার জন্যও বলা হয় বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের পক্ষে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (উত্তর-পূর্ব) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ লতিফুল হায়দার বৈঠকে নেতৃত্ব দেন।
মেঘালয় সীমান্ত পুলিশের আইজি সুদেশ কুমার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে এই বৈঠক সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলো যেমন- গারো লিবারেশন আর্মি (জিএলএ), আসামের উলফা এবং এনডিএফবি, মেঘালয়ের এইচএনএলসি, ত্রিপুরার এনএলএফটি প্রভৃতির উপস্থিতি রয়েছে। এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে তারা বাংলাদেশকে বলেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান