ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে বিমানের কর্মকর্তাদের জড়িয়ে পড়ার দায়দায়িত্ব বিমানমন্ত্রী ও এর চেয়ারম্যান এড়াতে পারেন না।এর দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বেশ কয়েক মাস ধরে স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ার প্রসঙ্গ টেনে বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা বলেন, বিমানের কর্মকর্তারা বিমান চালনা বাদ দিয়ে স্বর্ণ চালানের সঙ্গে জড়িয়ে পড়ছে।এটা গর্হিত কাজ। কিছু মাঝারি কর্মকর্তাদের গ্রেফতার করেই দায়িত্ব এড়াতে পারেন না।স্বর্ণ চোরাচালানের দায়দায়িত্ব বিমানমন্ত্রী ও চেয়ারম্যানকে নিতে হবে।
তিনি বলেন,স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় সরকারের ভাবমর্যাদা নষ্ট হচ্ছে।এর সঙ্গে বিমানের কর্মকর্তারা জড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রভাব পড়ছে। অতএব অভিলম্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে রাঘব বোয়ালদের গ্রেফতারের নির্দেশ দিতে বিমানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান