কক্সবাজার: সেন্ট মার্টিনের একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৫ দালালকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্ব সাগর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে কক্সবাজারের মহেষখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কলিম উল্লাহর ছেলে মোহাম্মদ নূর(২৭), মোহাম্মদ জাকারিয়ার ছেলে আলমগীর (২৬), আবু জাহেরের ছেলে গিয়াস উদ্দিন (৪৫), মোহাম্মদ আনোয়ারের ছেলে রুবেল(১৬), এখলাছের ছেলে মোহাম্মদ সরওয়ার (৩৫)।
কোস্ট গার্ড সেন্ট মার্টিন্স স্টেশন ইনচার্জ চিফ পেটি অফিসার রেজাউর রহমান জানান, ছোট কাঠের ট্রলারসহ ৫ জনকে আটক করা হয়। তাদের নৌকায় কোনো মাছ ধরার জাল ছিল না।
আটককৃতরা মানবপাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলেও জানান তিনি।
এদিকে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে মিয়ানমার সীমান্তের কাছাকাছি বঙ্গোপসাগরে নোঙ্গর করে থাকা যাত্রী বোঝাই ২০ ট্রলারের মধ্যে অধিকাংশ থাইল্যান্ড ও মালয়েশিয়া পাড়ি জমিয়েছে বলে জানা গেছে।
এসব জাহাজে প্রায় ১০ হাজার যাত্রী জড়ো করা হয়েছিল। যাদের অধিকাংশই রোহিঙ্গা।
এ প্রসঙ্গে কোস্টগার্ড সেন্ট মার্টিন্স স্টেশন ইনচার্জ চিফ পেটি অফিসার রেজাউর রহমান জানান, মিয়ানমার সীমান্তে যাত্রী বোঝাই ২টি ট্রলার এখনো অবস্থান করছে। তবে ট্রলার ২টি মিয়ানমার সীমান্তে রয়েছে, আমাদের সীমানার মধ্যে পেলেই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সেন্ট মার্টিন্সের দক্ষিণ-পশ্চিমে গভীর বঙ্গোপসাগর হতে গত ১৭ নভেম্বর সোমবার সকালে বাংলাদেশ নৌ-বাহিনী জাহাজ ‘দূর্জয়’ নিয়মিত টহলকালে ৬ শতাধিক মালয়েশিয়াগামী যাত্রীসহ ট্রলার আটক করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান