ঢাকা: গ্যাস তহবিলের তিন হাজার কোটি টাকার হিসাব সরকার দিতে পারছে না অভিযোগ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, এই তহবিলের টাকা বাপেক্সের উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও তা না করে লুটপাট করা হচ্ছে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এ সময় গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ২ ডিসেম্বর সারাদেশে প্রতিরোধ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সাকি অভিযোগ করে বলেন, সরকার তার নিজের আইন না মেনে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে। ভোটাবিহীন নির্বাচন দ্বারা গঠিত এ সরকার কোন প্রকার জবাবদিহিতা ছাড়াই এসব সিদ্ধান্ত নিচ্ছে। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, যারা সিলিন্ডার গ্যাসের ব্যবসা করে তাদের জন্যই পাইপ লাইনের গ্যাসের দাম বারবার বাড়ানো হচ্ছে। বছরে একবারের বেশি দাম বাড়ানো যাবে না আইনে এমন কথা উল্লেখ থাকলেও সরকার তা মানছে না।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুস সালাম, বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহম্মেদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান