ঢাকা : ডিএমপি সদর দপ্তরের সামনে আবার স্থাপিত হচ্ছে উল্টোপথে গাড়ি চলাচল প্রতিরোধক ডিভাইস।
আগামীকাল শনিবার থেকে এই ডিভাইস রাস্তায় বলবৎ থাকবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ প্রতিরোধ নামে এই ডিভাইস সংযোজন করে। এই যন্ত্র উল্টো দিকে আসা গাড়ির চাকা ছিদ্র করে দিবে স্বয়ংক্রিয়ভাবে।
আবার সোজা দিক থেকে আসা গাড়ি কে খুব সহজে যেতে দিবে। সোজা দিক থেকে আসলে ডিভাইসটির কাঁটাগুলো শুয়ে যাবে এবং খুব অনায়াসে গাড়ি চলে যেতে পারবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।