ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী ও চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ৮ জনকে গ্রেফতার করেছে ডাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আটককৃতরা হলো আমিন (৩০), মাসুদ (২৬), আলমগীর (২৭), রবিন (২৬), কামরুল হাসান কাকন (২০), শাকিল (২০), শামীম (২৬) ও সুমন (২২)।
এসময় তাদের কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল, ৭ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।