অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

ঝিমিয়ে পড়ছে সরকারি পাটকলগুলোও

ঢাকা : বেসরকারি পাটকলের ন্যায় ঝিমিয়ে পড়ছে সরকারি পাটকলগুলোও। যথাসময়ে ঋণের অভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কিনতে পারছে না সরকারি পাটকল সংস্থা (বিজেএমসি)।

বিজেএমসি সূত্রে জানা যায়, যথাসময়ে ঋণের অভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কিনতে পারছে না সংস্থাটি। চলতি মৌসুমে ২৬ লাখ ১৪ হাজার কুইন্টাল (এক কুইন্টালে ১০০ কেজি) পাট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিজেএমসি। তবে বুধবার পর্যন্ত সংস্থাটি পাট কিনতে পেরেছে তিন লাখ ৭০ হাজার কুইন্টাল।

পরিসংখ্যানে দেখা যায়, গত ১১ বছরে (২০১০-২০১১ অর্থবছরে ১৪ কোটি টাকা লাভ ব্যতীত) লোকসানের মধ্যেই ছিল এই সংস্থাটি। এই ১১ বছরে সংস্থাটির লোকসানের পরিমাণ ছিলো ২ হাজার ৫৯৮ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরে আশাবাদী বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ।

হুমায়ুন খালেদ এই প্রতিবেদককে বলেন, যদিও লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কেনা সম্ভব হচ্ছে না। তবুও এবছর আমরা খুব আশাবাদী। যদি সময়মতো সরকারি অর্থসহায়তা পাওয়া যেতো তাহলে আরো ভালো হতো। এবছর ৮০ কোটি টাকা সরকারি ঋণ দেয়ার কথা। এরই মধ্যে ৫০ কোটি টাকা ঋণ পেয়েছি। বাকি টাকা খুব শিগগিরই পাবো বলে আশাবাদী।

তিনি বলেন, আমাদের ২৬টি পাটকল রয়েছে এবং সবগুলো পাটকল চালু আছে। এর মধ্যে ২৩টি পাটকলে শুধুই পাটজাত পণ্য (যেমন হেসিয়ান, পাটের বস্তা ও পাটের সুতা, কার্পেট ব্যাকিং ক্লথ-সিবিসি) তৈরি হয়। একটি পাটকলে অন্য সব পাটকলের জন্য যন্ত্রপাতি তৈরি হয়। আরেকটি পাটকলে জিও জুট ও টেক্সটাইল (মাটিকে সুরক্ষা দেয়া এক ধরনের পাটের কাপড়) এবং পাট ও প্লাস্টিকের লেয়ারের চেয়ার-টেবিল তৈরি হয়। আর একটি পাটকলে পাটের সুতা রাখার জন্য নলসহ কিছু সরঞ্জাম তৈরি হয়। আমরা ১২০টি দেশে পাটজাত পণ্য রপ্তানী করছি। এছাড়া চীনে পাটপণ্যের একটি বড় বাজার আছে। সেখানে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি।

বিজেএমসি সূত্রে আরো জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি ২৪ লাখ ৩৯ হাজার কুইন্টাল পাট কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সংস্থাটি ১৬ লাখ ৫ হাজার কুইন্টাল পাট কিনতে পারে। গত বছর পাট ওঠার পর থেকে অক্টোবর পর্যন্ত বিজেএমসি প্রায় চার লাখ কুইন্টাল পাট কিনতে পেরেছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত পাট কেনা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কুইন্টাল। এসব দিক বিবেচনায় নিয়ে বিজেএমসি ধারণা করছে এ বছর সর্বোচ্চ ১০ লাখ কুইন্টাল পাট কিনতে পারবে তারা।

আগের বছরের ৩ লাখ ৪১ হাজার কুইন্টাল মজুত পাট নিয়ে গত বছর উৎপাদন শুরু করেছিল বিজেএমসির আওতাধীন সরকারি পাটকলগুলো। কিন্তু এ বছর উৎপাদন শুরু হয়েছে এক লাখ ৮৫ হাজার কুইন্টাল মজুত পাট নিয়ে।

অন্যদিকে, সময় মতো ঋণ না পাওয়ায় অর্থাভাবে উৎপাদন করতে পারবে না বলে ৯০ শতাংশ পাটকল বন্ধ হওয়ার আশংকা করেছে বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন (বিজেএমএ)। চরম অর্থসংকটে বেসরকারি পাটকলগুলো পর্যাপ্ত পাট কিনতে পারছে না। এ বছর ১২ লাখ বেল (এক বেলে ৫ দশমিক ৬ মণ) পাট কেনার লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত ২৫ শতাংশ পাটও কিনতে পারেনি এ সংগঠনটি। ফলে, উৎপাদন নেই কোনো পাটকলেই।

বিজেএমসি সূত্রে জানা যায়, দেশের পাটকলগুলোতে আসা অধিকাংশ পাট আসে দেশের বৃহত্তর ফরিদপুর, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ থেকে। এছাড়া অন্যান্য অঞ্চলেও পাট উৎপাদন হয়ে থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

ঝিমিয়ে পড়ছে সরকারি পাটকলগুলোও

আপডেট টাইম : ০৬:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪

ঢাকা : বেসরকারি পাটকলের ন্যায় ঝিমিয়ে পড়ছে সরকারি পাটকলগুলোও। যথাসময়ে ঋণের অভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কিনতে পারছে না সরকারি পাটকল সংস্থা (বিজেএমসি)।

বিজেএমসি সূত্রে জানা যায়, যথাসময়ে ঋণের অভাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কিনতে পারছে না সংস্থাটি। চলতি মৌসুমে ২৬ লাখ ১৪ হাজার কুইন্টাল (এক কুইন্টালে ১০০ কেজি) পাট কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বিজেএমসি। তবে বুধবার পর্যন্ত সংস্থাটি পাট কিনতে পেরেছে তিন লাখ ৭০ হাজার কুইন্টাল।

পরিসংখ্যানে দেখা যায়, গত ১১ বছরে (২০১০-২০১১ অর্থবছরে ১৪ কোটি টাকা লাভ ব্যতীত) লোকসানের মধ্যেই ছিল এই সংস্থাটি। এই ১১ বছরে সংস্থাটির লোকসানের পরিমাণ ছিলো ২ হাজার ৫৯৮ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরে আশাবাদী বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ।

হুমায়ুন খালেদ এই প্রতিবেদককে বলেন, যদিও লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কেনা সম্ভব হচ্ছে না। তবুও এবছর আমরা খুব আশাবাদী। যদি সময়মতো সরকারি অর্থসহায়তা পাওয়া যেতো তাহলে আরো ভালো হতো। এবছর ৮০ কোটি টাকা সরকারি ঋণ দেয়ার কথা। এরই মধ্যে ৫০ কোটি টাকা ঋণ পেয়েছি। বাকি টাকা খুব শিগগিরই পাবো বলে আশাবাদী।

তিনি বলেন, আমাদের ২৬টি পাটকল রয়েছে এবং সবগুলো পাটকল চালু আছে। এর মধ্যে ২৩টি পাটকলে শুধুই পাটজাত পণ্য (যেমন হেসিয়ান, পাটের বস্তা ও পাটের সুতা, কার্পেট ব্যাকিং ক্লথ-সিবিসি) তৈরি হয়। একটি পাটকলে অন্য সব পাটকলের জন্য যন্ত্রপাতি তৈরি হয়। আরেকটি পাটকলে জিও জুট ও টেক্সটাইল (মাটিকে সুরক্ষা দেয়া এক ধরনের পাটের কাপড়) এবং পাট ও প্লাস্টিকের লেয়ারের চেয়ার-টেবিল তৈরি হয়। আর একটি পাটকলে পাটের সুতা রাখার জন্য নলসহ কিছু সরঞ্জাম তৈরি হয়। আমরা ১২০টি দেশে পাটজাত পণ্য রপ্তানী করছি। এছাড়া চীনে পাটপণ্যের একটি বড় বাজার আছে। সেখানে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি।

বিজেএমসি সূত্রে আরো জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি ২৪ লাখ ৩৯ হাজার কুইন্টাল পাট কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সংস্থাটি ১৬ লাখ ৫ হাজার কুইন্টাল পাট কিনতে পারে। গত বছর পাট ওঠার পর থেকে অক্টোবর পর্যন্ত বিজেএমসি প্রায় চার লাখ কুইন্টাল পাট কিনতে পেরেছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত পাট কেনা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কুইন্টাল। এসব দিক বিবেচনায় নিয়ে বিজেএমসি ধারণা করছে এ বছর সর্বোচ্চ ১০ লাখ কুইন্টাল পাট কিনতে পারবে তারা।

আগের বছরের ৩ লাখ ৪১ হাজার কুইন্টাল মজুত পাট নিয়ে গত বছর উৎপাদন শুরু করেছিল বিজেএমসির আওতাধীন সরকারি পাটকলগুলো। কিন্তু এ বছর উৎপাদন শুরু হয়েছে এক লাখ ৮৫ হাজার কুইন্টাল মজুত পাট নিয়ে।

অন্যদিকে, সময় মতো ঋণ না পাওয়ায় অর্থাভাবে উৎপাদন করতে পারবে না বলে ৯০ শতাংশ পাটকল বন্ধ হওয়ার আশংকা করেছে বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন (বিজেএমএ)। চরম অর্থসংকটে বেসরকারি পাটকলগুলো পর্যাপ্ত পাট কিনতে পারছে না। এ বছর ১২ লাখ বেল (এক বেলে ৫ দশমিক ৬ মণ) পাট কেনার লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত ২৫ শতাংশ পাটও কিনতে পারেনি এ সংগঠনটি। ফলে, উৎপাদন নেই কোনো পাটকলেই।

বিজেএমসি সূত্রে জানা যায়, দেশের পাটকলগুলোতে আসা অধিকাংশ পাট আসে দেশের বৃহত্তর ফরিদপুর, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ থেকে। এছাড়া অন্যান্য অঞ্চলেও পাট উৎপাদন হয়ে থাকে।