রাজশাহী: আগামী ২৫ নভেম্বর থেকে ১১টি ক্যাটাগরিতে অনলাইনে ভিসা আবেদনের সুযোগ দিয়েছে রাজধাহীর ভারতীয় সহকারী হাইকমিশন। এতে ঘরে বসেই সহজে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন ভারতে ভ্রমণে আগ্রহীরা।
শুক্রবার রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন থেকে সহকারী হাইকমিশনার সন্দিপ মিত্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ভিসার আবেদন সংক্রান্ত নিয়ম সরলিকরণের উদ্দেশ্যে সাময়িকভাবে নিম্নে উল্লেখিত ভিসা শ্রেণীগুলোর জন্য রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সাক্ষাতের তারিখ ছাড়াই জমা দেয়া যাবে।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে ব্যবসায় ভিসা B, চিকিৎসা M, রোগীর সঙ্গী MX, ছাত্র X, গবেষণা R, সাংবাদিক J, সম্মেলন C, চাকরি E, ভারত হয়ে তৃতীয় দেশে যাওয়া TR, শিল্পী (ভারতে অনুষ্ঠানের জন্য), খেলোয়াড়, ভারতীয় নাগরিকের স্বামী-স্ত্রী, ব্যবসায়ী ভিসাধারীর স্বামী-স্ত্রী, বেসরকারি ও TEC প্রশিক্ষণ প্রার্থী, ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ সংক্রান্ত ভিসা X বর্ণের ইরেজি কোড নির্ধারণ করা হয়েছে।
উল্লেখিত শ্রেণীর ভিসা আবেদনকারীরা তাদের আবেদনপত্র (www.indianvisaonline.gov.in) এই ওয়েবসাইট থেকে পূরণ করতে হবে। আবেদনের অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রসহ যে কোনো কর্মদিবসে সরাসরি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা করবেন ফ্রমের প্রিন্টআউট নেওয়ার চার দিনের মধ্যে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে, এ জন্য ছুটির তালিকা (www.hcidhaka.gov.in) ওয়েব সাইট থেকে দেখে নিতে হবে। এর জন্য কোনো সাক্ষাৎকারের দিন প্রয়োজন নেই। আবেদনপত্র জমা দেওয়ার সময় এবং পাসপোর্ট ফেরত নেওয়ার সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে, (www.ivacbd.com, www.hcidhaka.gov.in, www.ahcirajshahi.in) ওয়েবে লগ ইন অথবা ০০৮৮০৭২১৮৬১২১৩ বা (consular@ahcirajshahi.in) ওয়েব ঠিকানায় যোগাযোগ করতে হবে।
এছাড়াও, বিস্তারিত তথ্যের জন্য সহকারী হাইকমিশন অথবা ভিসা আবেদন কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান