বাগেরহাট : বঙ্গোপসাগরের বাংলাদেশ সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আবারো ২টি ফিসিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
শুক্রবার দুপুরে নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস মেঘনা মংলা বন্দরে ১৫০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের জলসীমার সুন্দরবন উপকূলে প্রবেশ করে মাছ শিকারের সময় ওই ভারতীয় জেলেদের আটক করে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ সূত্র শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ৮ দফায় নৌবাহিনীর হাতে ১০টি ট্রলারসহ ১৩০ জন ভারতীয় জেলে আটক হলো। এছাড়া গত মাসে চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূল থেকে ৪টি ট্রলারসহ আরো ২০ শ্রীলঙ্কান জেলেকে নৌবাহিনী সদস্যরা আটক করে।
নৌবাহিনীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মংলা বন্দর থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি বাসন্তি ১ এবং এফবি বাসন্তি ২ নামের দুটি ভারতীয় ট্রলারে ২৬ জেলে মাছ শিকার করছিলো।
এ সময়ে নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস মেঘনা দুটি ট্রলারসহ তাদের আটক করে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায় বলে জানা গেছে।
এনিয়ে গত ১৫ অক্টোবর থেকে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশের করে মাছ ধরার সময় ১৩০ ভারতীয় এবং ২০ শ্রীলঙ্কান জেলেকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী। আটককৃতদের বিএনএন মংলা নৌ ঘাঁটিতে আনার পর শনিবার মংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।