রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর ২টার দিকে এ আবেদন জানানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে বেলা দেড়টার দিকে মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে আদালতের মাধ্যমে ১১জনকে কারাগারে পাঠানো হয়।
ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রথম দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে এসেছে।
তবে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য হবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় ওই ১১ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।
এছাড়া হত্যাকাণ্ডের পরে ওই শিক্ষকের বাসা থেকে ‘সোনামণি’ নামের একই বিভাগের এক ছাত্রীকে উদ্ধার করে। হত্যাকাণ্ডের আগে শুক্রবার তিনি ওই শিক্ষকের বাসায় যান।
বর্তমানে পরিবারের সঙ্গে ওই ছাত্রী নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান