ঢাকা: গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তাকে কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলালকে জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
গত ২৫ অক্টোবর বাসায় বৈঠক করার সময় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানায় তাদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান