ওয়াশিংটন: নতুন অভিবাসন পদ্ধতিতে প্রায় প০ লাখ অবৈধ অভিবাসী আমেরিকায় বসবাসের সুযোগ পাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন এ অভিবাসন নীতি ঘোষণা করেছেন।
নতুন নীতি ঘোষণা করে অবৈধ অভিবাসীদের উদ্দেশ্যে ওবামা বলেন, “আপনারা আড়াল থেকে বাইরে বের হয়ে আসুন। নতুন এ নীতিকে গ্রহণ করুন।”
এদিকে রিপাবলিকান পার্টি বলছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে ওবামার এ নীতি কোনো কাজে আসবে না।
আমেরিকায় প্রায় ১১ মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছে। এ বছর দেশটির সীমান্ত দিয়ে প্রবেশ করা শিশুরা নতুন করে সংকট সৃষ্টি করেছে।
নতুন এ নীতির আলোকে নাম তালিকাভুক্ত না করা পিতা-মাতার সন্তানেরা তিন বছর মেয়াদী ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে পারবেন। যেসব অভিভাবক পাঁচ বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন তারা এ সুবিধা পাবেন।
প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমি যা করেছি সেটা জবাবদিহিতার জন্য। এটা কোনো ধরনের রাষ্ট্রীয় ক্ষমার বিষয়ও নয়।”-বিবিসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান