পাবনা : পাবনার চাটমোহরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে (৩৫) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, উপজেলার কুকড়াগাড়ী নতুনপাড়া গোরস্থানের পাশের মাঠে একজনের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। শরীরের উপরের অংশের পরনে একটি গেঞ্জি থাকলেও নিচের অংশ উলঙ্গ ছিল। তার হাত-পা বাঁধা, গলায় দড়ি পেঁচানো ও অস্ত্রাঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে গেছে।
তার নাম-পরিচয় উদ্ধার ও মৃত্যুর কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান