বাংলার খবর২৪.কম: পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় শনিবার ষষ্ঠ দিন সন্ধ্যা নাগাদ ৪৩ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। তাদের তথ্য অনুযায়ী, এখনো নিখোঁজ ১২০ জন।
কিন্তু লঞ্চডুবির ঘটনায় মাওয়ায় স্থাপিত পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থাপক শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মজিবুর রহমান শনিবার রাতে ভিন্ন তথ্য দিয়েছেন।
তিনি দাবি করেন, বর্তমান ১২০ জনের নিখোঁজ তালিকার অন্তত ৪৯ জন জীবিত। এদের অনেকেই পিনাক-৬ লঞ্চেই ছিল না। সে হিসেবে এখন নিখোঁজের সংখ্যা ৭১ জন।
মজিবুর বলেন, ‘আমি নিখোঁজ তালিকায় নাম উঠা সব যাত্রীদের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে নিখোঁজ এসব যাত্রীদের ৪৯ জনই জীবিত আছেন।’
তিনি বলেন, ‘দুর্ঘটনার পর অনেকে সাঁতরিয়ে কূলে উঠেছেন। কিন্তু তাদের মোবাইল পানিতে হারিয়ে যাওয়ায় কিংবা বিকল হয়ে যাওয়ায় তারা তাৎক্ষণিক স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এজন্য স্বজনরা এসে নিখোঁজ তালিকায় নাম উঠিয়ে যান।’
‘পরবর্তীতে নিখোঁজ এসব যাত্রী বাড়িতে ফিরে গেলেও স্বজনরা আর নাম প্রত্যাহার করতে আসেননি। এমনকি ওইদিন পিনাক-৬ এ আসার কথা ছিল কিন্তু আসেননি, এমন তিন যাত্রীর নামও নিখোঁজ তালিকায় উঠে’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবি যাওয়া লঞ্চের ৪৩ জনের লাশ ভাটির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনের পরিচয় সনাক্ত হওয়ায় স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ১২ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। বাকি চারটি লাশ মাদারীপুরের শিবচরের পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে রাখা হয়েছে।
অন্যদিকে, লঞ্চডুবির ষষ্ঠ দিনে পদ্মার তলদেশে একটি ধাতব স্ট্রাকচারের সন্ধান পাওয়া গেছে। ইমেজে শনাক্ত করা ধাতব স্ট্রাকচারটি ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চ কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে ধাতব স্ট্রাকচারটির অবস্থান গভীরে হওয়ায় এবং প্রবল স্রোতের পাশপাশি ওই এলাকায় নদী উত্তাল হওয়ায় রাত নাগাদ সেখানে ডুবুরি পাঠানোর সম্ভাবনা ক্ষীণ। তাই ইমেজটি পিনাক-৬ এর কিনা তা জানতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান