ডেস্ক : ভারতের কম বয়সি মেয়েরাই এখন অন্যতম টার্গেট স্তন ক্যানসারের৷ তথ্য বলছে, গোটা বিশ্বে স্তন ক্যানসারে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন এ দেশের কম বয়সি মেয়েরাই৷শুধু তাই নয়৷ স্তন ক্যানসারের কারণে সব থেকে বেশি মৃত্যুও ঘটছে এ দেশেই৷
বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এমন তথ্য৷ তাঁরা মনে করছেন, এ ভাবে ভারতীয় কম বয়সি মেয়েদের মধ্যে স্তন ক্যানসারের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হল সচেতনতার অভাব৷ এর সঙ্গে রয়েছে বদলে যাওয়া অনিয়ন্ত্রিত জীবন-যাপনের বিষয়টিও৷ এ দিকে, শুধুমাত্র শহরাঞ্চল নয়৷ স্তন ক্যানসারের টার্গেট হচ্ছেন এ দেশের গ্রামাঞ্চলের মেয়েরাও৷
কয়েক দশক আগে দেখা যেত, ৫০ বছরের বেশি বয়সি মহিলারাই সাধারণত স্তন ক্যানসারে আক্রান্ত হতেন ৷তথ্য বলছে, ওই সময় স্তন ক্যানসারে আক্রান্তদের মধ্যে ৬৫ থেকে ৭০ শতাংশের বয়সই ছিল ৫০ বছরের উপরে৷আর, ৩০ থেকে ৩৫ শতাংশ ক্ষেত্রে আক্রান্তদের বয়স ছিল ৫০ বছরের নীচে৷ কিন্তু, চিত্রটা এখন অনেক বদলে গিয়েছে৷ এখন কম বয়সি মেয়েদের মধ্যেই স্তন ক্যানসারে আক্রান্তের ঘটনা অনেক বেশি দেখা যাচ্ছে৷ তথ্য বলছে, এখন স্তন ক্যানসারে আক্রান্তদের ৫০ শতাংশের বয়সই ২৫ থেকে ৫০ বছরের মধ্যে৷
বিশেষজ্ঞ চিকিৎসক সুমা চক্রবর্তীর কথায়, ‘ভারতের কম বয়সি মেয়েদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের ঘটনা বাড়ছে৷’ একই সঙ্গে অন্য একটি তথ্যের জেরেও উদ্বেগ আরও বেড়ে গিয়েছে বিশেষজ্ঞদের৷ওই তথ্যের জন্যই তাঁরা যারপরনায় আতঙ্কিত৷কী সেই তথ্য? ওই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘২০১২-য় এ দেশে স্তন ক্যানসারের কারণে মারা গিয়েছেন ৭০,২১৮ জন মহিলা৷স্তন ক্যানসারের কারণে এত বেশি সংখ্যক মহিলার মৃত্যু অন্য কোনও দেশে ঘটেনি৷’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই ঘটনা থেকেই প্রমাণ হয়, স্তন ক্যানসারের বিষয়ে এ দেশের মহিলাদের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে৷
অথচ, স্তন ক্যানসার প্রাথমিক স্তরে নির্ণয় হলে, এড়ানো সম্ভব মৃত্যুর ঘটনা৷এবং, স্তন ক্যানসার প্রাথমিক স্তরে নির্ণয় করা তখনই সম্ভব হবে, যখন এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়বে আরও বেশি সচেতনতা৷ শুধু তাই নয়৷এর সঙ্গে থাকতে হবে প্রয়োজনীয় চিকিৎসা-পরিকাঠামোর ব্যবস্থাও, যাতে স্তন ক্যানসার দ্রুত নির্ণয় করাও সম্ভবপর হয়৷ এক সময় উন্নত দেশগুলির মহিলাদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা এবং তার জেরে মৃত্যুর ঘটনা অনেক বেশি দেখা যেত৷ কিন্তু, সেই সব দেশে স্তন ক্যানসারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক কমে গিয়েছে ওই ধরনের ঘটনাও৷কাজেই, বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাথমিক স্তরে স্তন ক্যানসার নির্ণয়ের যে গুরুত্ব রয়েছে, সে বিষয়ে মহিলাদের এখন আরও বেশি সজাগ হতে হবে৷
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান