ফারুক আহম্মেদ সুজন : আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
এ উপলক্ষ্যে সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। এরপর সোয়া ৮টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ও বিউগল বাজিয়ে শহীদদের প্রতি সামরিক কায়দায় সালাম জানানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দু’জনেই এ সময় শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে সই করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।