বাংলার খবর২৪.কম: সাতক্ষীরার বৈকারী সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
রবিবার ভোর ৫টার দিকে বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের গোবরডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের ময়না ও কলারোয়া উপজেলার হাওয়ালখালী গ্রামের মুকুল।
সূত্র জানায়, মুকুল ও ময়না সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের গরু ব্যবসায়ী শামসুর রহমানের গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফিরে আসার পথে গোরবডা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। পরে আহতদের তাদের সহযোগীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশি বলেন, গরু ব্যবসায়ীদের পিটিয়ে আহত করার কথা শুনেছি। তবে তাদের বর্তমান অবস্থান আমার জানা নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান