ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইল পৌর আওয়ামী লীগের কর্মীসভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আবুল মুনসুর ভূঁইয়া (৬০) নিহত হয়েছে। নিহত আবুল মুনসুর ভূঁইয়া নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ভাই।
বৃহস্পতিবার রাত সাতটার দিকে উপজেলার সাব রেজেস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে ।
আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নান্দাইলের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের সাথে সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাব রেজস্ট্রি অফিসের সামনে নান্দাইল পৌর আওয়ামীলীগের কর্মী সম্মেলন ডাকে সাবেক এমপি সালাম গ্রুপ। সন্ধ্যায় মাগরিবে নামাজের বিরতির পর পূনরায় সম্মেলন শুরু হলে বর্তমান এমপি তুহিনকে নিয়ে আক্রমনাত্মক বক্তব্য দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। এ ঘটনায় নান্দাইল উপজেলা সদরে অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. দিপক রাত সাড়ে নয়টায় আবুল মুনসুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
নান্দাইল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের কর্মী সভা চলছিল। এ সময় গুলির মতো কিছু শব্দ পাই। তবে এগুলো গুলির শব্দ কিনা যাচাই ছাড়া বলা যাবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান