ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ী শাহ আলম (২১) মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার রত্নাই সীমান্তে গরু ব্যবসায়ী শাহ আলমকে প্রথমে গুলি করা হয়। পরে তাকে ধরে নিয়ে যায় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ভারতে মারা যান তিনি।
গরু ব্যবসায়ী শাহ আলমের বাড়ি উপজেলার রত্নাই সুটকা বস্তিতে।
এ ছাড়া রতœাই মমিন টলা গ্রামের একই সীমান্ত থেকে বুধবার সফিকুল ইসলামকে (২২) ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল আকরাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান