সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সুমন চন্দ্র দাস নামের একজন ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। তবে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনরত ছয় পুলিশ সদস্যকে তালাবদ্ধ রাখে ছাত্রলীগ!
বৃহস্পতিবার তুমুল সংঘর্ষ চলাকালীন ৬ পুলিশ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের হলের রুমে তালা দিয়ে রেখেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের ২০২ নং রুমে এ ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষের সময় ছাত্রলীগের হাতে আটক ছিলেন পুলিশ সদস্যরা।
সংঘর্ষ শেষে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘তদন্ত’ সুহেল আহমদ তাদেরকে উদ্ধার করেন।
ওসি সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী জালালাবাদ থানার ৬ পুলিশ সদস্যকে ২০২ নং রুমে তালা দিয়ে রাখে। পরে তালাবদ্ধ রুম থেকে এক পুলিশ সদস্য মোবাইল ফোনে বিষয়টি থানায় অবগত করেন। আমরা গিয়ে তাদের উদ্ধার করি।
ছাত্রলীগের কোন গ্রুপের নেতাকর্মী পুলিশকে তালা দিয়ে রেখেছিল তা বলতে পারেননি তিনি।
উল্লেখ্য, এ সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের একজন ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। সংঘর্ষকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবিপ্রবি ছাত্রলীগের অঞ্জন-উত্তম ও পার্থ-সবুজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান