যশোর : অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু, মাদক ও অস্ত্র পাচার রোধ এবং সীমান্ত পিলার চিহ্নিত করাসহ বিভিন্ন সমস্যার নিরসনে দুইদিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল ভারতে যান।
ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার বারাসাতে দু’দেশের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশি প্রতিনিধি দলকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারতের প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি অধিনায়ক, সীমান্তবর্তী তিন উপজেলার নির্বাহী অফিসার, বাংলাদেশ পানি উন্নয়ন বোডের সদস্য, ভূমি জরিপ বিভাগের সদস্য, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য।
যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ২২ নভেম্বর তারা দেশে ফিরে আসবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান