ঢাকা : সব ব্যাংকের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেনের যাবতীয় ব্যাংক হিসাব চেয়েছে খোদ এনবিআরই। এর পাশাপাশি তার স্ত্রী জাকিয়া মনসুর হোসেনেরও যাবতীয় ব্যাংক হিসাব চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) চিঠি দিয়ে এ ব্যাংক হিসাব চেয়েছে।
সিআইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের জুলাই মাস থেকে হালনাগাদ পর্যন্ত এ দুজনের নামে থাকা যেকোনো ধরনের মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাবের তথ্য ২৪ নভেম্বরের মধ্যে সিআইসিতে সরাসরি পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে এককালীন ২৫ হাজার টাকা ও পরবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।
উল্লেখ্য, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৩ (এফ) ধারা অনুযায়ী সাধারণত কর ফাঁকির সন্দেহ হলে যেকোনো করদাতার ব্যাংক হিসাব চাইতে পারে সিআইসি।