ঢাকা: আজ ২১ নভেম্বর। সশস্ত্রবাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশপ্রেমিক জনতা, মুক্তিবাহিনী, সশস্ত্রবাহিনী ও বিভিনবন আধাসামরিক বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেন। এরই ফলে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এই দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ তার বাণীতে নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে অর্জিত গৌরব সমুন্নত রাখার জন্য সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের সশস্ত্রবাহিনী উঁচু পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল একটি বাহিনী। এই বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সশস্ত্রবাহিনীর উন্নয়নে সরকার ফোর্সেস গোল-২০৩০সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমার বিশ্বাস এসব কর্মসূচি সশস্ত্রবাহিনীকে আরো আধুনিক ও দক্ষ করবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেছেন, বর্তমান সরকার সশস্ত্রবাহিনীর আধুনিকায়নে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্রবাহিনী দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে।”
প্রধানমন্ত্রী বলেন, “জাতিসঙ্ঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমাদের সশস্ত্রবাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইমেজকে উজ্জ্বল করছেন।” সশস্ত্রবাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের একটি আধুনিক সশস্ত্রবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন। তার হাতে গড়া সে বাহিনী আজ পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রাখছেন তাদের সব কর্মকাণ্ডে।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্রবাহিনীকে একটি আধুনিক, গতিশীল ও দক্ষ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এর ধারাবাহিকতায় বিএনপি এই বাহিনীকে আরো আধুনিকায়ন ও একে শক্তিশালী করে গড়ে তুলতে সচেষ্ট থেকেছে।” ভবিষ্যতেও এ প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খালেদা জিয়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে তাদের এবং তাদের পরিবারের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
বেগম জিয়া বলেন, “জিয়াউর রহমানের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সশস্ত্রবাহিনী সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত হয়।”
সশস্ত্র বাহিনীকে সাহস, শৌর্য এবং শৃঙ্খলা দিয়ে তৈরি এক গর্বের প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্রবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।”
বিশ্বশান্তি রক্ষায়ও সশস্ত্রবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে উল্লেখ করে তিনি বলেন, “জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত আমাদের সশস্ত্রবাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও উঁচুমানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের সুনাম বয়ে আনছে। দেশের সব প্রাকৃতিক দুর্যোগেও সশস্ত্রবাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দ্বিধাহীনভাবে সঙ্কট মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে।” বিএনপি চেয়ারপারসন সশস্ত্রবাহিনী দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
এ দিকে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আজ যথাযথ মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোয় দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্রবাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিন বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সশস্ত্রবাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সশস্ত্রবাহিনী দিবস ২০১৪ উপলে প্রধানমন্ত্রী ও প্রতিরামন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিতসংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন। এ ছাড়াও ২০১৩-২০১৪ সালে সশস্ত্রবাহিনীর শান্তিকালীন সেনা/নৌ/বিমানবাহিনী পদক এবং অসামান্য সেবা পদকপ্রাপ্ত সদস্যদের প্রধানমন্ত্রী পদক প্রদান করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, প্রেস সচিব ও সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উপলে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কর্তৃক ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ দিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে সেনা গ্যারিসন, নৌজাহাজ ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনী জাহাজগুলো আজ বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান