কক্সবাজার : তিন শ্রমিককে জেলে দেয়ার প্রতিবাদের অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে কক্সবাজারের পরিবহন শ্রমিকরা। এর ফলে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
ভ্রাম্যামাণ আদালত সূত্র জানায়, সড়কের উপর যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে তিন পরিবহন শ্রমিককে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তার সাথে ছিলেন বিআরটিএ এর পরিদর্শক মইন উদ্দীন।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে মো. রাসেল নামে শ্যামলীমা পরিবহনের এক ড্রাইভারকে তিন মাস, সড়কের উপর যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টির দায়ে শাহ আমীন পরিহনের লাইনম্যান সালাহ উদ্দীনকে ৬ দিন ও একই অভিযোগে সৌদিয়া পরিবহনের লাইনম্যান রুহুল আমিনকে ৫ দিন করে সশ্রম কারাদ- দেন আদালত।
এদিকে সাজা দেয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে উঠে পরিবহন শ্রমিকরা। তারা অন্যায়ভাবে সাজা দেয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান