সিলেট : সাত দফা দাবি আদায়ে সিলেটের অটোরিকশা চালক ও মালিকরা আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করবেন।
দাবিসমূহের অন্যতম হচ্ছে যানবাহনে অতিরিক্ত যাত্রীবহন ও যাত্রীবাহী গাড়িতে মালামাল পরিবহন বন্ধ করা।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এই কর্মসূচি আহ্বান করেছে। এতে ৪০ হাজার অটোরিকশা চালক ও ২০ হাজার মালিক অংশ নেবেন। একই দিন বিআরটিএর দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সিলেটে বিআরটিএ কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেবে তারা।
অবস্থান কর্মসূচি সফল করতে বুধবার বিকেলে দক্ষিণ সুরমার স্টেশন রোডে জেলা অটোরিক্শা শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহোম্মদ জাকারিয়া। সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় এতে বক্তারা অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সভায় অবস্থান কর্মসূচি পালনের জন্যে ১১টি স্থান নির্ধারণ করা হয়। এগুলো হলো, সিলেট-ঢাকা মহাসড়কে হুমায়ুন রশীদ চত্বর, আব্দুস সামাদ আজাদ চত্বর ও গোয়ালাবাজার, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে টুকেরবাজার ত্রিমুখী, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে খালেরমুখ বাজার, সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ চৌমোহনা ও চারখাই, সিলেট-তামাবিল মহাসড়কে খাদিমনগর ও জৈন্তাপুর এবং সিলেট-ভোলাগঞ্জ সড়কে বিমান বন্দর বাইপাসের মুখ।
অটোরিকশা চালক ও মালিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সরকারি ডিউটির নামে ঢালাওভাবে অটোরিকশা রিকুইজিশন ও রিকুইজিশনের নামে পুলিশি হয়রানি বন্ধ, সরকারি ডিউটি পালনকালে রিকুইজিশন করা গাড়ির শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান, হাইওয়েতে অটোরিকশার জন্য বিকল্প লেন বা সড়ক তৈরি করার পূর্ব পর্যন্ত সিলেটের অভ্যন্তরীণ মহাসড়কসমূহে অটোরিকশা চলাচলের ক্ষেত্রে সকল প্রকার আইনি প্রতিবন্ধকতা অপসারণ, হাইওয়ে পুলিশের মামলাসহ বিভিন্ন কার্যক্রম নিষ্পত্তির জন্য সিলেট মহানগরী বা সংলগ্ন এলাকায় একটি অফিস স্থাপন, অটোরিকশার দু পাশে লোহার গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল।
এ ছাড়া আরো দাবির মধ্যে রয়েছে, সিলেটের বিআরটিসিতে অটোরিক্শা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি অন্তর্ভুক্তিকরণ, অটোরিকশা শ্রমিকদের আটকেপড়া ড্রাইভিং লাইসেন্স দ্রুত হস্তান্তর, নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়া স্বল্পসময়ে ও সহজ পদ্ধতিতে সম্পন্ন করা, মহানগরীর যত্রতত্র বেআইনিভাবে গড়ে উঠা কার ও লাইটেসের অবৈধ অফিস ও স্ট্যান্ড উচ্ছেদ এবং উত্তর ও দক্ষিণ সুরমার বাস টার্মিনাল দুটোতে অটোরিক্শা পার্কিংয়ের জন্য বরাদ্দকৃত নির্ধারিত ভূমি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা ইত্যাদি।