বাংলার খবর২৪.কম: গাজীপুর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্রিসেন্ট টাওয়ার নামে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকা-ের সূত্রপাত। আগুনের খবর পেয়ে সাভার ডিইপিজেড ও গাজীপুর ফায়ার সাভিসের মোট ৭টি ইউনিট পযার্য়ক্রমে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দিয়েছে।
ডিইপিজেড স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচেছ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ব্যাপারে গাজীপুর ফায়ার স্টেশনের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, বেক্সিমকোর বড় গোডাউনে আগুন লেগেছে। মিজানুর রহমান বলেন, রপ্তানির জন্য প্রস্তুত রাখা কার্টুন ছিলো ওই গুদামে। প্রাথমিকভাবে ধারণা করা হচেছ এ অগ্নিকা-ে পার্কের গুদামে থাকা বিপুল পরিমাণ ফেব্রিক্স ও লুম মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ক্ষতি হতে পারে গোডাউনে থাকা প্রায় অর্ধকোটি টাকার কাপর পুড়েও।
এদিকে, আগুনের খবর সংগ্রহ করতে বেক্সিমকো গ্রুপের নিরাপত্তা কর্মীরা সংবাদকর্মীদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি।
শিরোনাম :
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল গাজীপুর পার্কে আগুন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪
- ১৬৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ