ঢাকা : বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ান হয়েছে র্যাব। রাজধানীর বনানী আর্মি শ্যুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই শ্যুটিং প্রতিযোগিতায় র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. মোখলেছুর রহমান সর্বমোট ৮৩ পয়েন্ট অর্জন করে দলের শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন।
বুধবার বিকেল ৩ টার দিকে আর্মি শ্যুটিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশের এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহম্মেদ শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইজিপি কাপে মোট ৩০০ পয়েন্টের মধ্যে সর্বমোট ২২৬ পয়েন্ট পেয়ে র্যাব ফোর্সেস দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ২১৬ পয়েন্ট নিয়ে এপিবিএন রানার আপ হয়েছে।
২৫ মিটার ২২ বোর পিস্তল ফায়ারিং এ র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান সর্বমোট ৮৩ পয়েন্ট অর্জন করে দলের শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন।
তিনি আরো জানান, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের ১০ টি ইউনিট ও র্যাব ফোর্সেস অংশগ্রহণ করে। ১০ মিটার এয়ার রাইফেল, ২৫ মিটার ০.২২ বোর পিস্তল, এবং ৫০ মিটার ০.২২ রাইফেলসহ মোট তিনটি শ্রেণিতে ফায়ারাররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান