বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের আওয়াতাভুক্ত চরকাউয়া খেয়াঘাট এলাকায় উচ্ছেদের ঘটনায় মেয়র আহসান হাবিব কামালসহ নয় জনকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেছেন ওই জমিজে দখলে থাকা ব্যক্তিরা।
মামলার অন্য বিবাদীরা হলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল, হাট-বাজার শাখা প্রধান নুরুল ইসলাম, সড়ক পরিদর্শক মো. সাজ্জাত হোসেন, বিআইডব্লি¬উটির নদীবন্দর শাখার যুগ্ম পরিচালক, সহকারী পরিচালকও ও নির্বাহী প্রকৌশলী।
এ মামলার বাদীরা হলেন, স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও বাস্তুহারা শ্রমিকলীগের বরিশাল সদর উপজেলা সভাপতি আবুল কালাম শরীফ, মজনু মিয়া, নুরুল ইসলাম, আজিজুর রহমান আজু, চেরাগ সরদার ও আব্বাস উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনে আওয়াতাভুক্ত চরকাউয়া খেয়াঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নিয়ে ওই স্থানে দোকান উত্তোলন করে বাদীরা।