ফারুক আহম্মেদ সুজন : যানজট ও দুর্ঘটনা যতদিন পর্যন্ত সহনীয় পর্যায়ে না আসবে, তত দিন পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আকস্মিক অভিযান পরিচালনা করছি। আগাম জানান দিইনি। কারণ এতে করে অবৈধ যান চালকরা আগে থেকে সতর্ক হতে পারেন।’
তিনি বলেন, এ অভিযান বিশেষ করে ফিটনেসবিহীন ছোট যান প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে।
সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, ব্যাটারিচালিত কিছু যান, অননুমোদিত কিছু ছোট যান উচ্ছেদের এ অভিযান বিআরটিএর উদ্যোগে পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় পরিচালনা করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান