ঢাকা : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের পত্তনের পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। শত্রু-মিত্রের পুরাতন ধারণা আজ অচল। ভারত আমাদের ভাতে মারে, পানিতে মারে। ফারাক্কাসহ বাঁধের পর বাঁধ দিয়ে শ্যামল বাংলাকে মরু ভূমিতে পরিণত করেছে। পাট খেয়েছে, তাঁত খেয়েছে এখন গার্মেন্টসও গিলে ফেলতে চায়।
বুধবার সকালে আসাদগেট দলীয় কার্যালয়ে মেজর এম.এ. জলিল স্মরণে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২০ দলীয় জোটের এই নেতা আরো বলেন, সেনা-নেতা-মেধা শূন্য করার নীল নকশায় ওরা পিলখানায় বিডিআর খেয়েছে। সেনা সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে। নেতাশূন্য করতে ওরা দেশ প্রেমিক নেতাদের বিরুদ্ধে মামলার পর মামলা ও ফাঁসিতে লটকে দেবার প্রজেক্ট চালু করেছে। সীমান্তে পাখির মত আমাদের হত্যা করা হচ্ছে এবং সর্বশেষ প্রত্যক্ষ হস্তক্ষেপে কুত্তা মার্কা নির্বাচনে জাতির কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কৃতদাস সরকার।
কথাবার্তা পরিষ্কার তামাদি ও অচল ইতিহাসের রেকর্ড বাঁজিয়ে বিচার বিচারÑফাঁসি ফাঁসি আওয়াজ তুলে ফায়দা হবে না। হয় দিল্লির নব্য রাজাকার, বিশ্বাসঘাতক ও মির্জাফরদের ভূমিকায় থাকুন। অথবা ভারতীয় আধিপত্য ও কৃতদাস শাসনকে রুখে দাঁড়ান।
“সাপের মুখেও চুমো, ব্যাঙের গালেও চুমো” এ রাজনীতি এদেশে আর চলবে না।
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম। সভাপতির উপদেষ্টা আব্দুস সালাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য দেওয়ান রোকন উদ্দিন হাজারী, যুব জাগপা’র ইনসান আলম আক্কাস, শেখ ফরিদ উদ্দিন, মাইদুর রহমান বাবলা, সুমন, মহানগরের রিয়াজ রহমান, জাগপা ছাত্রলীগের নাহিদ হাসান, আবু নাঈম, লিটন চন্দ্র সরকার, পটুয়াখালী জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি মো. ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে তিনি জাগপা নেতাকর্মী ও মেজর জলিলের পরিবারের সদস্যদের নিয়ে মেজর জলিলের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান