অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা Logo বাউফলে রাস্তা অবরুদ্ধ করে ঘর তোলার প্রতিবাদে মানববন্ধন!

শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম মানিকের নামে ৫ তরুণের চাঁদাবাজি

ঢাকা : ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম শাহজাহানপুর এলাকার বাসিন্দা জাফর আহমেদ মানিক ওরফে ফ্রিডম মানিক। ভারতে পালিয়ে থেকেও সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় তিনি ব্যাপক চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসা করছেন। পুলিশ ও র‌্যাবের কাছে এমন তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকার একটি স্কুলের নীচতলা থেকে মানিকের পাঁচ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব-৩।

গ্রেফতারকৃতরা হলেন; অয়ন (১৮), ইমরান (১৮), হ্নদয় (২৩), আলমগীর হোসেন (২৬), এবং আলী রেজা খান (৩৫)। গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে পল্টন থানায় একটি অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে। তারা তিনদিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। রিমান্ডের প্রথমদিনে তারা মানিকের নামে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে; শীর্ষ সন্ত্রাসী মানিকের নামে তারা রাজধানীর রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, শাহজাহানপুর, মতিঝিল, মগবাজার, মালিবাগ এবং পল্টন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল বলে স্বীকার করেছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীতে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাজি চলছে। তার মধ্যে মানিকের নামও রয়েছে। চাঁদাবাজিতে অল্প বয়সী তরুণরা জড়িয়ে পড়ছে। বাড়ি নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী থেকে শুরু করে ফুটপাতের হকারদের কাছ থেকেও তারা চাঁদা আদায় করছে। ভুক্তভোগীরা নীরবে এই সন্ত্রাসী-চাঁদাবাজদের অত্যাচার সহ্য করছেন। থানায় মামলা করার সাহস পান না তারা। দু-একজন সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ তা আমলে নেয় না বলে অভিযোগ রয়েছে। বরং জিডির খবর আগেই জেনে যায় সন্ত্রাসীরা।

হঠাৎ করে শান্তিনগর, চামেলীবাগ এবং পল্টনে চাঁদাবাজি বৃদ্ধি পায়। পল্টনে বেশ কয়েকটি ঘটনা ঘটায় র‌্যাব ও পুলিশ তাদের ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় চামেলীবাগের একটি স্কুলের নীচ তলা থেকে র‌্যাব ৩ ওই তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ব্যবহারের নির্দেশিকা বই একটি, ৯০০ এম এল অস্ত্র পরিষ্কারের তৈল, অস্ত্র পরিষ্কারের সরঞ্জামাদি, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন, ৭টি সিমযুক্ত মোবাইল সেট এবং নগদ ১৩২৫ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শীর্ষ সন্ত্রাসী মানিকের নামে চাঁদাবাজি, ছিনতাই এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। মামলার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শীর্ষ সন্ত্রাসী ফ্রিডম মানিকের নামে ৫ তরুণের চাঁদাবাজি

আপডেট টাইম : ০২:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০১৪

ঢাকা : ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম শাহজাহানপুর এলাকার বাসিন্দা জাফর আহমেদ মানিক ওরফে ফ্রিডম মানিক। ভারতে পালিয়ে থেকেও সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় তিনি ব্যাপক চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসা করছেন। পুলিশ ও র‌্যাবের কাছে এমন তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকার একটি স্কুলের নীচতলা থেকে মানিকের পাঁচ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব-৩।

গ্রেফতারকৃতরা হলেন; অয়ন (১৮), ইমরান (১৮), হ্নদয় (২৩), আলমগীর হোসেন (২৬), এবং আলী রেজা খান (৩৫)। গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে পল্টন থানায় একটি অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে। তারা তিনদিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। রিমান্ডের প্রথমদিনে তারা মানিকের নামে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে; শীর্ষ সন্ত্রাসী মানিকের নামে তারা রাজধানীর রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, শাহজাহানপুর, মতিঝিল, মগবাজার, মালিবাগ এবং পল্টন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল বলে স্বীকার করেছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীতে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদাবাজি চলছে। তার মধ্যে মানিকের নামও রয়েছে। চাঁদাবাজিতে অল্প বয়সী তরুণরা জড়িয়ে পড়ছে। বাড়ি নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরিজীবী থেকে শুরু করে ফুটপাতের হকারদের কাছ থেকেও তারা চাঁদা আদায় করছে। ভুক্তভোগীরা নীরবে এই সন্ত্রাসী-চাঁদাবাজদের অত্যাচার সহ্য করছেন। থানায় মামলা করার সাহস পান না তারা। দু-একজন সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ তা আমলে নেয় না বলে অভিযোগ রয়েছে। বরং জিডির খবর আগেই জেনে যায় সন্ত্রাসীরা।

হঠাৎ করে শান্তিনগর, চামেলীবাগ এবং পল্টনে চাঁদাবাজি বৃদ্ধি পায়। পল্টনে বেশ কয়েকটি ঘটনা ঘটায় র‌্যাব ও পুলিশ তাদের ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় চামেলীবাগের একটি স্কুলের নীচ তলা থেকে র‌্যাব ৩ ওই তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ব্যবহারের নির্দেশিকা বই একটি, ৯০০ এম এল অস্ত্র পরিষ্কারের তৈল, অস্ত্র পরিষ্কারের সরঞ্জামাদি, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন, ৭টি সিমযুক্ত মোবাইল সেট এবং নগদ ১৩২৫ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শীর্ষ সন্ত্রাসী মানিকের নামে চাঁদাবাজি, ছিনতাই এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। মামলার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো যাবে।