কক্সবাজার : নির্মণাধীন দেশের বৃহত্তম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমি অধিগ্রহণে অর্থ বিতরণে অনিয়মের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
বুধবার দুপুরে মামলটি দায়ের করেন মাতার বাড়ি এলাকার কায়সারুল ইসলাম নামে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
সূত্র জানায়, কক্সবাজার স্পেশাল জজ আদালতে বিচারক সাদিকুল ইসলাম তালুকদারের আদালতে প্রশাসনের এসব ব্যক্তিদের নামে ২২ কোটি ৩১ লাখ টাকা দুর্নীতির অভিযোগ করা হয়।
বিচারক অভিযোগটি আমলে নিয়ে আগামী ২৫ জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান