
বাংলার খবর২৪.কম: পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। রোববার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তাঁর পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগের কারণ হিসেবে মীর ইকবাল ‘স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করেছেন।
এর আগে গত ১ মে থেকে তিনি এক মাসের ছুটি নেন। এরপর তিনি আর কার্যালয়ে যোগ দেননি।