ষোড়শ শতাব্দিতে এক ইন্দোনেশিয়ান যুবরাজ তাঁর সত্ মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রাজা জেনে ফেলার পর যুবরাজ তাঁর সত্ মাকে নিয়ে একটি পাহাড়ে আশ্রয় নেন। রাতে সেই পাহাড়ের মধ্য সহবাসের সময় যুবরাজ ও তাঁর সত্ মাকে খুন করে রাজার সাঙ্গপাঙ্গরা। পরে তাঁদের মৃতদেহ সেই পাহাড়ের পুঁতে ফেলা হয়।’
এরপর থেকেই ওই পাহাড়ের নামকরণ করা হয় ‘সেক্স পাহাড়’ হিসেবে। ইন্দোনেশিয়ার স্থানীয় পাহাড়ি বাসিন্দারা এভাবেই পাহাড়টির নামকরণের বর্ণনা দেন। স্থানীয়দের ধারণা, এখানে এসে অপরিচিতদের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হলে পুণ্য হয়। সেক্স পাহাড়ে এসে যৌন সঙ্গমে লিপ্ত হলে ভাগ্য ফিরতে বাধ্য। এছাড়া বেকাররা চাকরি পায়, শরীর রোগ মুক্ত হয়, গরীব লোকের আর অভাব থাকবে না, সংসারে অশান্তি বলে কোনও কিছু থাকবে না। ইন্দোনেশিয়ার মধ্য জাভার এই পাহাড়ের ওপর অনেকটা হেঁটে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে যেতে তীর্থযাত্রীদের। খবর জি নিউজের।
এ ধর্মীয় অনুষ্ঠানের রীতি অনুযায়ী, অচেনা মানুষদের সঙ্গে যৌন সহবাস করতে হয়। সেক্স পাহাড়ে পুণ্য সঞ্চয়ের জন্য এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বিবাহিত পুরুষ, মহিলা, সরকারী অফিসার, দেহব্যবসায়ীরাও। হাজার হাজার তীর্থযাত্রী এই সেক্স পাহাড়ে গিয়ে যৌন সহবাস অনুষ্ঠানে অংশ নেন। প্রতি রাতে প্রায় ৮ হাজার মানুষ সেক্স পাহাড়ে উঠে আজব এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
রীতি অনুযায়ী, এ সেক্স পাহাড়ে গিয়ে ৩৫ দিন অন্তর পরপর সাতবার সঙ্গম করতে হয়। তাহলেই নাকি ভাগ্য ফিরে যায়। বেকাররা চাকরি পায়, শরীর রোগ মুক্ত হয়, গরীব লোকের আর অভাব থাকবে না, সংসারে অশান্তি বলে কোনও কিছু থাকবে না।