ঢাকা: দেশব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে আগামী ২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে নাগরিক ঐক্য।
‘দুর্নীতিকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী এই অবস্থান কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে বুধবার থেকে লিফলেট বিতরণ শুরু করেছে দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মীরা।
নাগরিক ঐক্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচি সফল করতে বুধবার সন্ধ্যায় সমমনা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নাগরিক ঐক্যের কার্যালয়ে মতবিনিময় সভা করা হবে।
মতিবিনিময় সভায় উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্য’র উপদেষ্টা এস.এম আকরাম, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র পলিটব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বিকল্প ধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) এম এ মান্নান, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না’র পক্ষ থেকে এই সভা আহ্বান করা হয়েছে।
নাগরিক ঐক্যের নেতারা জানান, দুর্নীতিবিরোধী এই অবস্থান কর্মসূচি সফল করতে ধারাবাহিকভাবে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় সভা করা হবে।
তবে হঠাৎ করে কেন এই দুর্নীতিবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে জানতে চাইলে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার আহমেদ বাবু শীর্ষ নিউজকে বলেন, সারাদেশে দুর্নীতি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। এটি এখন সামাজিকীকরণ হয়ে রাষ্ট্র কাঠামোর ভেতরে ঢুকে গেছে। এভাবে চলতে থাকলে সমাজ থেকে সত্য ও ন্যায় নির্বাসিত হবে। এক সময় দুর্নীতিকেই ‘হ্যা’ বলতে হবে।
সমাজ ও রাষ্ট্র এভাবে চলতে পারে না মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি সবকিছুকে শেষ করে দেবে। তবে দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে সবার আগে রাষ্ট্রীয় দুর্নীতি প্রতিরোধ করতে হবে। কিন্তু প্রতিরোধ করতে হলে দরকার নাগরিকদের সংগঠিত শক্তি।
আবার নাগরিকদের সংগঠিত করতে হলে তাদেরকে সচেতন করতে হবে। দুর্নীতির কুফল সম্পর্কে জানাতে হবে। দুর্নীতি প্রতিরোধে ভূমিকা বাড়াতে হবে।
আর এ জন্যই আমাদের এই দুর্নীতিবিরোধী আন্দোলনের ডাক বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান