ঢাকা: স্বর্ণ চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদ হোসেন ও চিফ ক্যাপ্টেন আবু মো. আসলাম শহীদসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত অপর ব্যক্তিরা হলেন, ম্যানেজার (শিডিউল) তোফাজ্জল হোসেন, বাংলাদেশ বিমানের ঠিকাদার মাহমুদুল হাসান পলাশ এবং হারুন অর রশীদ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) আটকের তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এদেরকে আটক করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার জানান, আটককৃতরা শাহজালালের স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রক। স্বর্ণ কিভাবে আসবে, কোথায় কে রিসিভ করবে এবং বিমান বন্দর থেকে কিভাবে বের হবে এসব তারাই ঠিক করে দিতেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান