পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার Logo আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু Logo সেনাসদস্য পরিবারের উপর হামলায় আহত ৫, সাংবাদিককে প্রাণনাশের হুমকি Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল।

রাবি শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ রাষ্ট্রপতির

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এই হত্যাকাণ্ডে গোটা জাতির সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবে তা কারোরই কাম্য নয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশের বিশিষ্ট প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী।

সমাবতর্নে স্বাগত বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ।

সমাবর্তনে রাষ্ট্রপতি আরো বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হল জ্ঞান সঞ্চালন ও নতুন জ্ঞানের উদ্ভাবন এবং সেইসঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলা। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকা-, মুক্ত বুদ্ধিচর্চা ও চিন্তার স্বাধীনতা বিকাশে অবদান রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী অর্জনসহ বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও দূরদৃষ্টি সম্পন্ন নাগরিক হয়ে উঠতে পারবে। বর্তমান বিশ্ব তথ্য-প্রযুক্তির। এ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ প্রকৌশলী সৃষ্টির কোনো বিকল্প নেই। আমাদের রয়েছে বিপুল মানবসম্পদ। এদের তথ্য-প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তুলতে পারলেই তারা জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে।

তিনি বলেন, সরকার দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী তথ্য-প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে আইসিটি ইন অ্যাডুকেশন মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণসহ তথ্য-প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা তাদের মেধা ও মনন দিয়ে অবদান রাখবে এ প্রত্যাশা করি।

সমাবর্তনে গ্রেজুয়েটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, তোমরা আজ গ্রেজুয়েট, দেশের উচ্চতর মানবসম্পদ। আজকের এই সমাবর্তন একদিকে যেমন তোমাদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে। সে দায়িত্ব নিজের পরিবারের প্রতি, সমাজের প্রতি, সর্বোপরি দেশ ও জাতির প্রতি।

সমাবর্তন বক্তা ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, সনাতন শিক্ষক কেন্দ্রীক শিক্ষা পদ্ধতি থেকে শিক্ষার্থী কেন্দ্রীক শিক্ষা পদ্ধতির দিকে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আকৃষ্ট হচ্ছে। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেরাই সমস্যা নিয়ে আলোচনা করে সম্ভাব্য সমাধানসহ মূল্যায়ন করে। আমি আশা করব, উপস্থিত শিক্ষকরাও এ ব্যাপারে আগ্রহী হয়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের সমাধান ছাড়াও নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করে নতুন নতুন প্রযুক্তি কীভাবে সমস্যা সমাধানে ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করতে উৎসাহ দিবেন।

তিনি আরও বলেন, ‘আমরা জানি যে গ্রীণ হাউজ নিয়ে পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়েছে উন্নত বিশ্বের দেশগুলোর অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনের ব্যবহারের ফলে। আর এই সমস্যা সৃষ্টিতে বাংলাদেশের অংশ অত্যন্ত নগণ্য হলেও বাংলাদেশ চিহ্নিত হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে। আমাদের চ্যালেঞ্জ হল কীভাবে এই সমস্যার মোকাবিলা করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। আমি আশা করব আজকের স্নাতকরা এই গ্রীণ ও টেকসই উন্নয়নের নেতৃত্ব দিতে এগিয়ে আসবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রমে এ বিষয়গুলো অর্ন্তভুক্ত করবে এবং এ বিষয়ে গবেষণা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে।’

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তরিৎ ও ইলেকট্রনিক কৌশল এবং যন্ত্র কৌশল অনুষদের মোট ২ হাজার ৮৭ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এরমধ্যে ২ হাজার ৫০ জন স্নাতক ও ৩৭ জনকে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

এর আগে দুপুর আড়াইটাই রাষ্ট্রপতি ও রুয়েটের আচার্য সমাবর্তন শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। রুয়েটের রেজিস্ট্রার ড. মোশাররাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষদের ডিনরা গ্রাজুয়েটদের উপস্থাপন করেন। রাষ্ট্রপতি ও আচার্য গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী ২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী ৩ আসনের সাংসদ আয়েনউদ্দিন, রাজশাহী ৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার

রাবি শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৬:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এই হত্যাকাণ্ডে গোটা জাতির সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবে তা কারোরই কাম্য নয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশের বিশিষ্ট প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী।

সমাবতর্নে স্বাগত বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ।

সমাবর্তনে রাষ্ট্রপতি আরো বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হল জ্ঞান সঞ্চালন ও নতুন জ্ঞানের উদ্ভাবন এবং সেইসঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলা। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকা-, মুক্ত বুদ্ধিচর্চা ও চিন্তার স্বাধীনতা বিকাশে অবদান রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী অর্জনসহ বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও দূরদৃষ্টি সম্পন্ন নাগরিক হয়ে উঠতে পারবে। বর্তমান বিশ্ব তথ্য-প্রযুক্তির। এ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ প্রকৌশলী সৃষ্টির কোনো বিকল্প নেই। আমাদের রয়েছে বিপুল মানবসম্পদ। এদের তথ্য-প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তুলতে পারলেই তারা জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে।

তিনি বলেন, সরকার দেশের বিভিন্ন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী তথ্য-প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে আইসিটি ইন অ্যাডুকেশন মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণসহ তথ্য-প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা তাদের মেধা ও মনন দিয়ে অবদান রাখবে এ প্রত্যাশা করি।

সমাবর্তনে গ্রেজুয়েটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, তোমরা আজ গ্রেজুয়েট, দেশের উচ্চতর মানবসম্পদ। আজকের এই সমাবর্তন একদিকে যেমন তোমাদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে। সে দায়িত্ব নিজের পরিবারের প্রতি, সমাজের প্রতি, সর্বোপরি দেশ ও জাতির প্রতি।

সমাবর্তন বক্তা ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, সনাতন শিক্ষক কেন্দ্রীক শিক্ষা পদ্ধতি থেকে শিক্ষার্থী কেন্দ্রীক শিক্ষা পদ্ধতির দিকে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আকৃষ্ট হচ্ছে। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেরাই সমস্যা নিয়ে আলোচনা করে সম্ভাব্য সমাধানসহ মূল্যায়ন করে। আমি আশা করব, উপস্থিত শিক্ষকরাও এ ব্যাপারে আগ্রহী হয়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের সমাধান ছাড়াও নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করে নতুন নতুন প্রযুক্তি কীভাবে সমস্যা সমাধানে ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করতে উৎসাহ দিবেন।

তিনি আরও বলেন, ‘আমরা জানি যে গ্রীণ হাউজ নিয়ে পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়েছে উন্নত বিশ্বের দেশগুলোর অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনের ব্যবহারের ফলে। আর এই সমস্যা সৃষ্টিতে বাংলাদেশের অংশ অত্যন্ত নগণ্য হলেও বাংলাদেশ চিহ্নিত হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে। আমাদের চ্যালেঞ্জ হল কীভাবে এই সমস্যার মোকাবিলা করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। আমি আশা করব আজকের স্নাতকরা এই গ্রীণ ও টেকসই উন্নয়নের নেতৃত্ব দিতে এগিয়ে আসবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রমে এ বিষয়গুলো অর্ন্তভুক্ত করবে এবং এ বিষয়ে গবেষণা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে।’

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল, তরিৎ ও ইলেকট্রনিক কৌশল এবং যন্ত্র কৌশল অনুষদের মোট ২ হাজার ৮৭ জন গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এরমধ্যে ২ হাজার ৫০ জন স্নাতক ও ৩৭ জনকে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

এর আগে দুপুর আড়াইটাই রাষ্ট্রপতি ও রুয়েটের আচার্য সমাবর্তন শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। রুয়েটের রেজিস্ট্রার ড. মোশাররাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষদের ডিনরা গ্রাজুয়েটদের উপস্থাপন করেন। রাষ্ট্রপতি ও আচার্য গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন।

সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী ২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী ৩ আসনের সাংসদ আয়েনউদ্দিন, রাজশাহী ৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ।