ঢাকা : রাজধানীর পল্লবীর উদীয়মান ক্রিকেটার মেহেদী হোসেন (১৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেহেদী হোসেন অনুর্ধ্ব ১৫ দলের ক্রিকেটার ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন, অলি (১৯) ও নান্নু মিয়া (৪৫)।
মঙ্গলবার ডিএমপি ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল তাদেরকে সাতক্ষীরা জেলার ভোমড়া এলাকা থেকে গ্রেফতার করে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তরুণ ক্রিকেটার মেহেদী হোসেনকে খুন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত অলি খুন করার উদ্দেশ্যে বাসা থেকে ডেকে পার্শ্ববর্তী জৈনিক খোকার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। অলি ও তার সহযোগী আশিক, ছট্টু, ফয়সাল ওরফে গার ফয়সাল, সাদ্দামসহ কয়েকজন নির্মাণাধীন ভবনের দেয়ালে মেহেদীর মাথায় সজোরে আঘাত করে গুরুতর জখম করে এবং ঘাড় ভেঙ্গে দেয়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই মেহেদী হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় মেহেদীর বাবা মো. মোশারফ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে গত ১ নভেম্বর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে তদন্তাধীন আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান