সুনামগঞ্জ: অবশেষে টেংরাটিলা গ্যাস ফিল্ড (পরিত্যক্ত) পরিদর্শন করলো বাপেক্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই এলাকা পরিদর্শন করেন কতৃপক্ষ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, ভূ-তাত্ত্বিক মাহবুবুর রহমান, সিলেট জালালাবাদ গ্যাস ফিল্ডের মহাপরিচালক আমির হোসেন, সুনামগঞ্জ জেলা এডিসি (শিক্ষা) ড. আহমদ উল্লাহ, দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করে সংকট নিরসনের পর পুনরায় গ্যাস উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছেন কতৃপক্ষ। আপাদত এ নিয়ে আতঙ্কিত না হতে এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
‘টেংরাটিলা গ্যাস ফিল্ট বিস্ফোরণের আশঙ্কা, উৎকন্ঠায় ৬৫০ পরিবার’ শিরোনামে গত ১৬ নভেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে বাপেক্স।
এর আগে গত ২৭ অক্টোবর ‘টেংরাটিলায় গ্যাস উৎগীরণ বাড়ছে, আতঙ্কিত এলাকাবাসী’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সিলেট বিভাগীয় কমিশনার, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় এবং পেট্রোবাংলা কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন জেলা প্রশাসক।
জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত টেংরাটিলা গ্যাস ফিল্ড (পরিত্যক্ত) সংলগ্ন টেংরাটিলাসহ আশপাশের গ্রামবাসী ২০০৫ সালে গ্যাস ক্ষেত্রটি বিস্ফোরণের পর আবার গ্যাস বিস্ফোরণের আশঙ্কায় রয়েছেন। গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে পরিত্যক্ত এই গ্যাস ফিল্ডের আশপাশ দিয়ে প্রথমে একটু একটু গ্যাস উদগীরণ শুরু হয়। ক্রমান্বয়ে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে চরম আকার ধারণ করে। এ সংবাদ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নাইকো’র উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পরেও তারা তা আমলে নিচ্ছে না। এলাকাবাসীর প্রশ্ন ফের দুর্ঘটনা ঘটলেই কী সংশি¬ষ্টদের ঘুম ভাঙবে?