অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :

বরিশালে বৃদ্ধা খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

বরিশাল : বরিশাল নগরীতে বৃদ্ধাকে জবাই করার হত্যার ঘটনায় যুবলীগ নেতা বাবুসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের বরিশাল নগরী থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাবু বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রুপতলী এলাকার শাজাহান হাওলাদারের ছেলে।

গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন, পাশ্ববর্তী ২৩ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন রুবেল (৩০)।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান মুকুল জানান, ১০ নভেম্বর সন্ধ্যায় সাগরদী এলাকায় মমতাজ ভিলার বাসিন্দা মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই আলমগীর সিকদার বাদী হয়ে ঘটনার দিন রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ১৩ নভেম্বর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবুল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগ নেতা বাবুকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার বেলা ৩টার দিকে ওই এলাকায় ফের অভিযান চালিয়ে রুবেল নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. গোলাম রউফ বলেন, তাকে থানায় হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

বরিশালে বৃদ্ধা খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

আপডেট টাইম : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪

বরিশাল : বরিশাল নগরীতে বৃদ্ধাকে জবাই করার হত্যার ঘটনায় যুবলীগ নেতা বাবুসহ আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের বরিশাল নগরী থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত বাবু বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রুপতলী এলাকার শাজাহান হাওলাদারের ছেলে।

গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন, পাশ্ববর্তী ২৩ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন রুবেল (৩০)।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান মুকুল জানান, ১০ নভেম্বর সন্ধ্যায় সাগরদী এলাকায় মমতাজ ভিলার বাসিন্দা মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই আলমগীর সিকদার বাদী হয়ে ঘটনার দিন রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ১৩ নভেম্বর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবুল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগ নেতা বাবুকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার বেলা ৩টার দিকে ওই এলাকায় ফের অভিযান চালিয়ে রুবেল নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. গোলাম রউফ বলেন, তাকে থানায় হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।