কুড়িগ্রাম : মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইজিবাইকের হুইলারে ওড়না পেচিয়ে খালেদা বানু (৫২) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় রাজারহাট-নাজিম খান রাস্তায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজারহাট-নাজিম খান রাস্তায় ইজিবাইকে করে এক বৃদ্ধা তার মেয়ে জামাইয়ের বাড়ি উলিপুর উপজেলার জুম্মার হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তার গায়ের ওড়না ইজিবাইকের হুইলারে আটকে যায়। ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হলে পথচারীরা তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এসময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা এসে তার লাশ বাড়িতে নিয়ে যায়।
বৃদ্ধা খালেদা বানু দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার মিরপাড়া গ্রামের সামছুদ্দীনের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দীন নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় রাজারহাট থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আ. রশিদ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান