সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটারবিহীন, প্রার্থীবিহীন ৫ জানুয়ারির এক তরফা নির্বাচনে জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ, তাড়াশ) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ থেকে দুলাল হোসেন খান নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। পরে পত্র-পত্রিকায় প্রচার এবং গণসংযোগ শুরু করে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলের শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ লঙ্ঘন করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। এতে রায়গঞ্জ উপজেলা বিএনপির সুপারিশের আলোকে তাকে রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
একই সঙ্গে বিএনপির কোন নেতাকর্মী দল থেকে বহিষ্কৃত দুলাল হোসেনের উপ নির্বাচনে প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস আলী বলেন, উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র উত্তোলন ও প্রচারে অংশ নেয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যে কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে পত্র দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান