ফেনী : ফেনীতে যুব ও ছাত্রদলের মিছিলে পুলিশের গুলিতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকও রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ফেনী শহরের ট্রাংক রোড অতিক্রম করে। এসময় পুলিশ মিছিলটির উপর গুলি ও টিআরসেল নিক্ষেপ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শহরের এসএসকে সড়ক থেকে জেলা ছাত্রদল একটি মিছিল ট্রাংক রোডের মাথায় পৌঁছলে পুলিশ তাদের উপর বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টারসহ ছাত্রদল ও যুবদলের পাবেল, মহসিন, সেলিম, মামুন, দুলাল, সোহাগ এবং ফখরুদ্দিনসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি নইমউল্যা চৌধুরী বরাত ও সাধারণ সম্পাদক মামুন জানায়, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে তারা শান্তিপূর্ণ মিছিল শুরু করলে পুলিশ তাদের উপর গুলি করে। এতে তাদের ৩০ নেতা কর্মী আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিকাল ৫টার দিকে এ মিছিল করে যুব ও ছাত্রদল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান