ঢাকা : জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের বিরুদ্ধে নারী নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
নির্যাতন প্রতিরোধ সংগ্রাম কমিটি নামের একটি সংগঠন মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বর্ধিত হল রুমে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।
আমিনের বিচার দাবি করে সংগঠনটির সমন্বয়কারী রাজিয়া আক্তার লিখিত বক্তব্যে বলেন, ৩০ সেপ্টেম্বর নারী শ্রমিক শাহনাজ আমিরুল হকের নিপীড়ণের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।
তিনি আরো বলেন, শ্রমিক আন্দোলনের নামে আমিরুল বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে নিজের সম্পদ গড়ে তুলেছেন। আর যারাই এর প্রতিবাদ করেছেন তারাই সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব শাহানাজ আক্তার, সদস্য সাহিদা সরকার, বাহারানে সুলতান বাহার ও কামরুন নাহার প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান