কুমিল্লা: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার এক বাদীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মো. জাকির হোসেন (৪০)। তিনি উপজেলার নাইঘড় নোয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে জাকির হোসেনের বাড়ির পাশের একটি ফসলি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
নিহত মো. জাকির হোসেন তার ছোট ভাই কসাই কাশেম হত্যা মামলার বাদী ছিলেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) মফজল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা থানায় খবর দিলে সকালে জাকির হোসেনের বাড়ির পাশে একটি ফসলি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার বুকের ডান পাশে দুইটি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি ।
এদিকে নিহতের স্ত্রী ফারজানার দাবি করেন, তার স্বামী মো. জাকির হোসেনকে দেবর কাশেমের হত্যাকারীরাই হত্যা করেছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসের দিতীয় সপ্তাহে নিহত জাকির হোসেনের ছোট ভাই কসাই আবুল কাশেমকে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান