নিউইয়র্ক : ইউই ও এশিয়া বিষয়ক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটো ভেলস্ নয়েস বলেছেন, বাংলাদেশে গত ৫ জানুয়ারীর নির্বাচনের বিষয়ে আগের অবস্থানে আছে। বাংলাদেশ ও বাংলাদেশর জনগনের স্বার্থে, সকল দলের অংশগ্রহনে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন । তিনি বলেন, সরকারি সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশাল বাংলাদেশে যাওয়ার পূর্বেই তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং দিকনির্দেশনা দিবেন। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটো ভেলস্ নয়েস বিএনপি চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা ও বিএনপি'র বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীর সঙ্গে এক বিশেষ বৈঠককালে এসব কথা বলেন।
বৈঠকে জাহিদ এফ সরদার সাদী মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে বিস্তারিতভাবে অবহিত করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গত ৫ই জানুয়ারী ২০১৪, নির্বাচনের পর থেকে বিভিন্ন সময় তাদের উদ্বেগের কথা বলে আসছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশালের বাংলাদেশ সফরকালে যেন গণতন্ত্রহীন বাংলাদেশে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। সেই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উপর হত্যা-গুম-নিযাতন ও হামলা মামলা বন্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কূটনৈতিক চাপ প্রযোগের ব্যাপারে আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদ এফ সরদার সাদীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, যুক্তরারাষ্ট্র বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়াশিংটন ডিসি বিএনপি'র সভাপতি শরাফত হোসেন বাবু।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জুলিয়েটা বলেন, বাংলাদেশের ৫ই জানুয়ারির নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা সবারই জানা। পাসকি বলেন, ‘গত ৫ই জানুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা গণতন্ত্র নিয়ে আমাদের যে উদ্বেগ, তা সবাই জানেন এবং আমরা প্রায়ই তা বলে আসছি। এ বছরের শুরুর দিকে আমরা নির্বাচনের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছিলাম, যেখানে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।’ ‘বাংলাদেশের সরকার ও বিরোধী দলগুলোকে একটি সংলাপে বসার জন্য আমরা উৎসাহিত করেছিলাম, যেন জনগণের মতামত দেয়ার একটি উপায় তারা খুঁজে বের করতে পারেন এবং অন্যরা তা শ্রদ্ধা করতে পারেন।
মার্কিন পররাষ্ট্র মুখপাত্র বলেন, আমরা উস্কানিমূলক সহিংসতার বিরুদ্ধে কথা বলেছি। এনজিও সমূহ ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের বিপক্ষে কথা বলেছি এবং এগুলো আমরা নিয়মিতই করে থাকি। আমরা এটা অব্যাহত রাখবো, যতদিন পর্যন্ত আমরা তা ন্যায্য বলে বোধ করবো।’
এদিকে গত অক্টোবর মাসে, ড. পিয়াস করিম এবং মেজর জেনারেল মনিরউজ্জামান আমেরিকান সিকিউরিটি প্রজেক্ট-এএসপির এক সেমিনারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। ঐ সেমিনারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী ট্রেড ব্রাউন বলেন, গত ৫ই জানুয়ারী ২০১৪ বাংলাদেশর নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বের অবস্থান থেকে এক চুলও নড়েনি।
উল্লেখ্য যে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ১৬ নভেম্বর প্রথমবারের মতো ঢাকায় এসে নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল। তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির বয়কটের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্ধেকের বেশি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ওই নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করছে না যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সবার ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আবারও নির্বাচনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান