ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সোমবার সিডনির অলিম্পিক পার্কের অলফোনস এরিনায় উষ্ণ সংবর্ধনা, সম্মান দেয়া হয়েছে। তাকে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বরণ করা হয়। মোদি এই সংবর্ধনা ও সম্মান ভারতের ১২৫ কোটি জনগণের প্রতি উৎসর্গ করেছেন।
২০ হাজার প্রবাসী ভারতীয়র ভালবাসায় সিক্ত মোদি বলেন, ‘এই অভ্যর্থনা, এই সম্মান, এই উৎফুল্লতাকে আমি ভারতের জনগণের প্রতি উৎসর্গ করছি। সিডনিতে এই অবিশ্বাস্য দৃশ্য ও এই বিপুল সংবর্ধনা ভারতকে উজ্জীবিত করবে।’
সিডনির অলিম্পিক পার্কের অলফোনস এরিনায় এই বিপুল সংবর্ধনা নিউইয়র্কে ম্যাডিসন স্কয়ার গার্ডেন এরিনায় মোদিকে দেয়া অভ্যর্থনার কথা মনে করিয়ে দেয়। সেখানেও তার বক্তব্য দেয়ার পুরো সময়টাই ১৬ হাজার মানুষ উৎফুল্ল ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী সিডনির ছবির মতো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্যরেও প্রশংসা করেন এবং ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নিবিড় বন্ধনের বিষয়টি তুলে ধরেন।
মোদি আরো বলেন, স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে তার ওপর অনেক বড় দায়িত্ব রয়েছে।
সূত্র : জিনিউজ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান