ফেনী: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভর্তি আবেদনে সফটওয়ার ত্রুটির কারণে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রায় ৪৫০ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
২০ নভেম্বর ভর্তির আবেদন অনলাইনে জমা দেয়ার শেষ তারিখ। ভর্তির আবেদনের সুযোগ করে দেয়ার দাবিতে সোমবার সকালে শিক্ষার্থীরা ইনস্টিটিউট প্রাঙ্গণে মানববন্ধন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়- ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে এ বছর প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এইচএসসি সমমানের ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় পাশ করে।
এদের মধ্যে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের ৪৩৩ শিক্ষার্থী পাশ করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন বিষয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে অনার্সে পছন্দের বিষয়ে ভর্তির আবেদন করলে ‘ফেইলড’ অথবা শুধুমাত্র কলা অনুষদের বাংলা বা ইংরেজী বিষয় ভর্তির আবেদন রিসিভ হচ্ছে।
চলমান সমস্যার সুযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ছাত্র-ছাত্রীদের ঢাকায় গিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আবেদনের জন্য উৎসাহিত করছে বলে অভিযোগ উঠেছে।
আর্থিকভাবে স্বচ্ছল অভিভাবকের সন্তানরা ঢাকায় গিয়ে তাদের পছন্দের বিষয়ে ভর্তির আবেদন করলেও নিম্ন ও মধ্যম আয়ের অভিভাবকদের সন্তানরা তা থেকে বঞ্চিত হচ্ছে।
এ প্রসঙ্গে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বলেন, ছাত্র-ছাত্রীরা এ বিষয়ে অভিযোগ করলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রধান সফট্ওয়ার ত্রুটির কথা স্বীকার করে তা নিরসনের আশ্বাস দিলেও আজও সমস্যার সমাধান হয়নি। আবেদন জমা দেয়ার শেষ সময় মাত্র তিনদিন রয়েছে। অভিভাবকরা ঘটনাটি ভর্তি জালিয়াতি বলে অভিযোগ করেছেন।
সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে এ বছর পাশ করা ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্যক্রম অনুযায়ী ভর্তির আবেদনের ডাটা বেইজ আপডেটের মাধ্যমে দুই হাজার ছাত্র-ছাত্রীর অনার্সে ভর্তির আবেদন করার সুযোগ করাসহ আবেদনপত্র জমা দেয়ার সময় বাড়ানোর জন্য ভাইস চ্যান্সেলরের হস্তক্ষেপ কামনা করছে শিক্ষার্থী ও অভিভাবকরা।