ঢাকা : হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, যারা আমাদের রক্তে রাজধানীর রাজপথ রঞ্জিত করেছে, শহীদদের রক্ত সম্পর্কে ঠাট্টা-বিদ্রুপ করেছে তারা অল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। রক্তের প্রতিশোধ আল্লাহ অবশ্যই নেবেন।
সোমবার বিকেল ৩ টায় ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ঢাকা মহানগরীর হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
আল্লামা শফী বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের জান-মাল, ইজ্জত-আব্রু মুসলমানদের কাছে আমানত। সাধারণ মানুষের জীবন সম্পদের নিরাপত্তা দেয়া আমাদের ঈমানি দায়িত্ব। তাই হেফাজতে ইসলামের আন্দোলনে কখনও কারও জীবন ও সম্পদ হানির ঘটনা ঘটেনি।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে যেন ইসলামের পতাকা উড়ে।
তিনি আরো বলেন, মুসলমানদের ঈমান-আকিদা হেফাজতের আন্দোলনে আলিম সমাজকে আজীবন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। নবীর ওয়ারিস ওলামাদের প্রতি এটা মহান আল্লাহর অর্পিত দায়িত্ব। কে কী বললো, ইসলামের দুশমনেরা কখন কোন উপায়ে হামলা করলো, ইমানদারের জানমালের কীরূপ ক্ষতি সাধন করলো সেসবের দিকে তাকিয়ে দায়িত্ব পালনে শিথিলতার কোনো অবকাশ নেই। তাওহীদের প্রশ্নে, শানে রেসালতের প্রশ্নে, ইসলামের ইজ্জত সমুন্নত রাখার প্রশ্নে বাংলাদেশের হক্কানি ওলামা-মাশায়েখ অতীতেও আপোস করেনি বর্তমান কিংবা ভবিষ্যতেও আপোস করবে না।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আহ্বায়ক নূর হোসেন কাসেমী, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক মহাসচিব মাওলানা আবদুল জব্বার, ঢাকা মহানগরীর যুগ্ম আহবায়ক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি জসিম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আনাস মাদানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকার সহকারী সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা ইসহাক নগরী, মাওলানা শফিউল আলম প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান