পুঁজিবাজারে টানা দুই দিন ঊর্ধ্বমুখি প্রবণতার পর আবারো সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচকের পতন হয়েছে।
এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেনদেনের টপ টুয়েন্টির শীর্ষে উঠে এসেছে।
কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজার দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৫০ টাকা ৪০ পয়সা থেকে ২৫৯ টাকা ৫০ পর্যন্ত ওঠানামা করে।
লেনদেনে টপ টুয়েন্টির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড, বেক্সিমকো, আমরা টেকনোলজি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টীল, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি, কেয়া কসমেটিকস, ফুওয়াং ফুড, একটিভ ফাইন কেমিক্যাল, গ্রামীন ফোন, ফার্মা এইড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, অগ্নি সিস্টেম, আরএকে সিরামিক, সিভিও পেট্রোক্যামিকেল লিমিটেড।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান